সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি
আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে দেশের প্রতিটি জেলা, উপজেলায় সীরাতুন নবী (সা.) মাহফিল করবে হেফাজতে ইসলাম। অপরদিকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। সেই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
সোমবার দুপুরে বারিধারাস্থ মাদরাসায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে হেফাজতের ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হোসেন স্বাক্ষরিত লিখিত বক্তব্য তুলে ধরেন ঢাকা মহানগরীর সদস্য সচিব জুয়াদে আল হাবিব।
রামুর বৌদ্ধমন্দির জ্বালিয়ে দেয়া, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, সংখ্যালঘুদের ওপর হামলাসহ সব ধরনের সহিংসতা বন্ধের চার দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতের দাবিগুলো হলো, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। ক্ষতিগ্রস্ত অমুসলিম পরিবারগুলোর পূর্ণ নিরাপত্তা বিধান ও ক্ষতি পূরণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা। ভবিষ্যতে যেন সংখ্যালঘুদের ওপর হামলা না হয়, সেজন্য সহিংসতাকারীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা এবং সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা বিধান ও স্বার্থান্বেষী মহলের হাত থেকে রক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া।
সাংবাদিক সম্মেলন থেকে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে দেশের প্রতিটি জেলা, উপজেলায় সিরাতুন নবী (সা.) মাহফিল আয়োজন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।