ভোলায় উন্নয়ন কাজ পরিদর্শনে কুয়েতের সাবেক মন্ত্রী

জেলার বোরহানউদ্দিন উপজেলায় কুয়েতি অর্থায়নে পরিচালিত উন্নয়ন কাজ পরিদর্শনে তিন দিনের সফরে এসেছেন কুয়েতের সাবেক ধর্মমন্ত্রী শেখ খালেদ মুহাম্মদ আল সুবাই। তার সঙ্গে রয়েছেন সাত সদস্যের কুয়েতি পরিদর্শক দল।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বোরহানউদ্দিন পৌঁছেন কুয়েতি প্রতিনিধিদল।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- কুয়েতি ধনকুবের শেখ মো. সাউদ আল মুসাল্লাম, শেখ ফাহাদ আউদ মোহাম্মদ, শেখ আব্দুল আজিজ আল বারাক, শেখ খলিল ইব্রাহিম প্রমুখ।
সফরকালে তাদের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সফরকারী কুয়েতি নাগরিকদের নিরাপত্তা জোরদারে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুয়েতি মেহমানরা সেখানে পৌঁছলে স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজার হাজার জনতা জমায়েত হয়ে তাদের অভ্যর্থনা জানান।
কুয়েতি ধনকুবেরদের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু বোরহানউদ্দিনে স্থাপিত মাদরাসাতুল কুয়েত। সেখানেই অবতরণ করেন ওই প্রতিনিধিরা।
এই প্রতিষ্ঠানের পরিচালক মো. জাকির হোসেন জানান, সমগ্র ভোলা জেলায় কুয়েতি ওই নাগরিকদের বিভিন্ন সেবামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৯৫টি সুদৃশ্য মসজিদ, আবাসিক ও অনাবাসিক মিলিয়ে ২৭টি মাদ্রাসা কাম এতিমখানা এবং ১টি ৫০ শয্যার হাসপাতাল রয়েছে।
মাদ্রাসা-এতিমখানায় প্রায় চার হাজার ছাত্র বিনামূল্যে পড়াশুনা করছে। এছাড়াও গত ২ বছরে ভোলার প্রত্যন্ত এলাকায় সাতশ’ গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এসব কিছুর ব্যয়ভার বহন করছেন কুয়েতের ওই সম্মানিত মেহমানরা।
তিন দিনের সফরে ওই প্রতিনিধি দল সরজমিনে তাদের দেয়া অর্থ যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তা দেখবেন। একই সঙ্গে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পরিদর্শন করবেন।
মাদরাসাতুল কুয়েত এর সহ-সভাপতি শাহাজাদা কবির ও সম্পাদক মাহাবুব আলম জানান, ভোলার বাইরেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাদরাসাতুল কুয়েত-এর অর্থায়নে বিভিন্ন সেবামূলক উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে।
এদিকে, সাবেক কুয়েতি মন্ত্রী ও প্রতিনিধি দলকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ লক্ষ্য করা গেছে। মেহমানদের দেখতে ভোলা সদরসহ সাত উপজেলা থেকে আসা জনতার ঢলও ছিলো চোখে পড়ার মতো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button