গুলিতে প্রতিবছর হতাহত ১০ হাজার মার্কিন শিশু
যুক্তরাষ্ট্রের স্কুলে অব্যাহত গুলির ঘটনায় রীতিমতো আতঙ্কে থাকেন মার্কিনিরা। সরকারের নানা উদ্যোগের পরও থামানো যাচ্ছে না এই হামলা। এনিয়ে চরম ভীতিকর অবস্থায় থাকা দেশটিতে বর্তমানে প্রতিবছর ১০ হাজার শিশু গুলিতে আহত হয়, নয়তো মারা যাচ্ছে। গবেষণায় ১৯৯৭ সাল থেকে ২০১৩ সময়কাল পর্যন্ত ধরে যুক্তরাষ্ট্রের ইয়েলি স্কুল অব মেডিসিন এই তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের এনবিবিসি নিউজ সোমবার জানায়, গুলি আতঙ্কে প্রতিদিন গড়ে ২০ জন করে বছরে সাত হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়।
গবেষণায় নেতৃত্ব দেয়া ইয়েলি স্কুল অব মেডিসিন বিভাগের প্রফেসর ড. জন লেভেনথাল বলেন, প্রতিবছর সাত হাজারেরও বেশি শিশু মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। অন্য ৩ হাজার শিশু মারা যায় হাসপাতালে নেয়ার আগেই। এর অর্থ এই যে, গুলির কারণে প্রায় ১০ হাজার মার্কিন শিশু হয় মারা যাচ্ছে কিংবা আহত হচ্ছে।