বাংলাদেশে অভ্যন্তরীণ বিমানসেবায় মাস্টারকার্ডের কর্মসূচি চালু
মাস্টারকার্ডের ডেবিটকার্ড ও ক্রেডিটকার্ডধারীদের জন্য গত ২২ জুলাই অভ্যন্তরীণ বিমান পরিবহন সেবায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এ ক্ষেত্রে দেশের একমাত্র জেট ইঞ্জিনবিশিষ্ট নভো এয়ারের সহযোগিতায় এই কর্মসূচি চালু করা হলো। দেশীয় বিমানসংস্থাগুলোর মধ্যে নভো এয়ারই হলো এ ক্ষেত্রে মাস্টারকার্ডের প্রথম সহযোগী। তবে এ ধরনের আরো অনেক কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে মাস্টারকার্ডের। নভো এয়ার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরে ফাইট উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব গন্তব্যে নভো এয়ারযোগে ভ্রমণের ক্ষেত্রে মাস্টারকার্ডের ডেবিটকার্ড ও ক্রেডিটকার্ডধারীরা বিভিন্ন সুযোগ-সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। মাস্টারকার্ড গোল্ড ও প্লাটিনাম ডেবিটকার্ড ও ক্রেডিটকার্ডধারীরা যেসব সুবিধা নিতে পারবেন তা হলো-টিকিটের মূল দামে ১০ শতাংশ মূল্য ছাড়, দুই বছরের কম বয়সের শিশু সন্তানদের বিনামূল্যে সাথে নেয়ার সুযোগ, অতিরিক্ত পাঁচ কেজি পণ্য বহন করা। এই কর্মসূচি ২২ জুলাই থেকে শুরু হয়ে চলবে পরবর্তী ছয় মাস পর্যন্ত। বিজ্ঞপ্তি।