রাজ পরিবারের খরচ কমানোর আহ্বান

UKব্রিটেনের রাজ পরিবারের খরচ কমানোর আহ্বান জানিয়েছে দেশটির সংসদ সদস্যরা। ইউরোপজুড়ে চলমান অর্থনৈতিক মন্দায় যখন সাধারণ মানুষ কষ্টের মুখে পড়েছে তখন রাজ পরিবারের সদস্যদের ব্যয়বহুল জীবন যাত্রার খরচ কমানোর আহ্বান জানালেন পার্লামেন্ট মেম্বাররা।
ব্রিটিশ হাউজ অব কমন্সের পাবলিক অ্যাকাউন্ট কমিটি- পিএসি এক বিবৃতিতে জানায়, ব্রিটেনের রাণীসহ অন্যদের খরচ কমিয়ে আরো আয় বাড়ানো প্রয়োজন।
পিএসি’র বিবৃতি অনুযায়ী, রাণী দ্বিতীয় এলিজাবেথ ৩ কোটি ৬০ লাখ পাউন্ড গ্রহণ করেন। চলমান মন্দার মধ্যেও গত বছর ২০১২ সালের চেয়ে ৫০ লাখ পাউন্ড বেশি গ্রহণ করেছেন দ্বিতীয় এলিজাবেথ। জনগণের ট্যাক্সের অর্থ দেশটির রাজ পরিবারের খরচে ব্যয় করা হয়।
বিগত তিন বছর জনগণের সুযোগ সুবিধার ওপর ১৯ শতাংশ ব্যয় কমিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। আর এসব সুযোগ সুবিধা কমানোয় দেশটির দরিদ্র জনসাধারণ ক্ষতির মুখে পড়েছে। তাদের অনেকেই খাবার অথবা জ্বালানি খরচ বহন করতে বাধ্য হচ্ছে।
ব্রিটেন পৃথিবীর ষষ্ঠ ধনী দেশ হলেও সেখানে অসংখ্য মানুষ সরকারের খাদ্য সহায়তার ওপর নির্ভর করে। জোট সরকারের ব্যয় সংকোচনের কারণে বিনামূল্যের খাদ্য সহায়তার ওপরও হাত পড়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button