এবার সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী
অনুষ্ঠানের মঞ্চে বসে জনসম্মুখে শিশুদের সামনে প্রকাশ্য ধূমপান করার কারণে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার বিকাল ৩টায় মৌলভীবাজার পৌর শহরের বেরীরপাড়স্থ নিজ বাসভবনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করে বলেন, ওই ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে। তাই আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মহসিন লিখেছেন,গতকাল (সোমবার) এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না আমি একজন চেইন স্মোকার কিন্তু এভাবে প্রকাশ্যে ধূমপান করা আমার কোনোভাবেই ঠিক হয় নাই বলেও জানান সৈয়দ মহসিন।
মন্ত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকাল (সোমবার) অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আগামীতে আর হবে না। আমি আশা করি আমার আত্মোপলব্ধিকে আপনারা বিবেচনায় এনে নিজগুণে ক্ষমা করবেন।
উল্লেখ্য, সোমবার বিকাল ৩টায় সিলেট বিজিবি পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ্যে ধুমপান করেন। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে সচিত্র প্রকাশ হলে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়।
মন্ত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকাল (সোমবার) অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আগামীতে আর হবে না। আমি আশা করি আমার আত্মোপলব্ধিকে আপনারা বিবেচনায় এনে নিজগুণে ক্ষমা করবেন।
উল্লেখ্য, সোমবার বিকাল ৩টায় সিলেট বিজিবি পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ্যে ধুমপান করেন। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে সচিত্র প্রকাশ হলে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়।