কার্ডিফে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র সমাবেশ অনুষ্ঠিত
কার্ডিফ থেকে শেখ এম এ সালাম: মৌলবাদী সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে জামায়াত শিবির নিষিদ্ধ ও দন্ডপ্রাপ্ত রাজাকারদের দ্রুত ফাঁসির দাবীতে কার্ডিফ শহরের সম্রাট রেস্টুরেন্টে বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সমগ্র বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কার্ডিফ শাখা গঠনের লক্ষে এক কনফারেন্সের আয়োজন করা হয়।
ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মালিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় কমিটির কনভেনার, ইউকে ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস।
প্রধান বক্তা ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ডেপুটি কনভেনার ৭১’এর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামীলীগের সেক্রেটারী নূরুল ইসলাম বেলাল, বৃস্টল ওয়েস্ট আওয়ামীলীগের আবুল হোসেন ওয়াদুদ, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর সেক্রেটারী মো: হারুন তালুকদার, ওয়েলস আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী লিয়াকত আলী, ওয়েলস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো: সেলিম। এরপর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজবধি গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনসহ দোয়া করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাস্টিস ফর বাংলাদেশ জোনোসাইড ১৯৭১ ইউকে’র মিডল্যান্ড শাখার কনভেনার সিতার আহমদ, সেক্রেটারী হিরন মিয়া, সোয়ানসী’র কনভেনার হাবিবুর রহমান মকবুল, সেক্রেটারী শামীম আহমদ, নিউপোটের কনভেনার আব্দুল মন্নাফ, সেক্রেটারী হাজী এম এ রউফ, মো: ছালিক মিয়া, সেলিম আহমদ, আব্দুর রহমান মনা, হাজী আবু বক্কর ওয়াকার, হাজী এম এ রউফ, মনহর আলী, মুহিবুর রহমান মুহিব, আবুল কালাম মুমিন, মাহমুদ হোসেন রানা, কবির উদ্দিন, ফখরুল ইসলাম, আনহার মিয়া, রুহুল আমিন, আং জলিল, সিতাব আলী, লিলু মিয়া, কফিল মিয়া, শওকত আলম চৌধুরী, মো: মস্তফা, শাহেদ আহমদ, রমিজ উদ্দিন, মুক্তার আলী, এম এ মতিন, শেখ এম এ সালাম, আলহাজ্ব আসাদ মিয়া, মো: জনি, তজম্মুল আলী সুয়েন, আব্দুল কাদির আবুল আজাদ আহমদ, গোলাম আহমেদ, আবুল কালাম শামীম., আজিজ আহমদ জাবু, কয়েস আহমদ, শেখ মো: আনোয়ার, গোলাম আউলিয়া, বদরুল হক, জহিরুল ইসলাম কাইয়ুম, সিপার আহমদ, আব্দুল কাদির বাদল, মাহমুদ মিয়া, আব্দুস সামাদ, সেবুল আলি, আনহার আলী, শামসুল হক, বদরুল ইসলাম, মফিকুল ইসলাম, জহির উদ্দিন আলী, আলমগীর আলম, গোলাম মো: শানুর, শাকিল চৌধুরী, রকিব মনসুর, শাহীন উদ্দিন, জয়নাল আহমদ, এম এ সবুর, জামাল আহমদ বকুল, আব্দুল আহাদ, মোস্তফা কামাল, রকিব উদ্দিন, নজরুল ইসলাম, আনিসুজ্জামান, সুয়েল মিয়া, আসকর মিয়া, এম এ মান্নান প্রমুখ। অনুষ্ঠানে আপ্যায়নের ব্যবস্থাপনায় ছিলেন মো: লিলু মিয়া।
পরিশেষে প্রধান অতিথি জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কনভেনার মনসুর আহমদ মকিস সংগঠনের কার্ডিফ শাখার নতুন কমিটির নাম ঘোষণা করলে তা সর্বসম্মতিক্রমে তুমুল করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়। জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কার্ডিফ শাখার কনভেনার নির্বাচিত হয়েছেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মো: আসাদ মিয়া, ডেপুটি কনভেনার শেখ মো: আনোয়ার, আব্দুল মতিন, লিলু মিয়া, আসর আলী, আবুল কালাম শামীম ও জয়নাল আহমদ বকুল, সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন আলীকে সেক্রেটারী, বদরউদ্দিন চৌধুরী বাবর ও শামসুল হক রানুকে জয়েন্ট সেক্রেটারী, সাংগঠনিক সম্পাদক মফিকুল ইসলাম, ট্রেজারার আব্দুস সামাদ, তথ্য ও গবেষনা সম্পাদক বদরুল ইসলাম ও শেখ এম এ সালামকে প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী করে ৫১ সদস্য বিশিষ্ট সংগঠনের কার্ডিফ শাখার কমিটি গঠন করা হয়।
প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় ডেপুটি কনভেনার ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার করার জোর দাবী জানান।
প্রধান অতিথি’র বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কনভেনার ওয়েলস আওয়ামীলীগ লিডার মনসুর আহমদ মকিস বলেন, আমাদের সংগঠনের ক্যাম্পেইন সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। মৌলবাদী সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং দন্ডপ্রাপ্ত রাজাকারদের ফাঁসি কার্য্যকরসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামীলীগ সেক্রেটারী এম এ মালিক বলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করে সংগঠনের অগ্রযাত্রায় কার্ডিফের নতুন কমিটি গঠনের কেন্দ্রীয় কনভেনার মনসুর আহমদ মকিস ও ডেপুটি কনভেনার মুস্তাফিজুর রহমান মানিককে ধন্যবাদ জানান।