থাইল্যান্ড থেকে ৫৩০ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার
থাইল্যান্ডের একটি সন্দেহভাজন মানব পাচার ক্যাম্প থেকে অন্তত ৫৩০ রোহিঙ্গা শরণার্থী মুসলমানকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। থাই পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় একটি থাই রাবারের খামার থেকে ৫৩০ জন রোহিঙ্গা মুসলমানকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
থাই পুলিশ কর্মকর্তা কান তাম্মাকাসেম জানিয়েছেন, ‘খাদ্যের অভাবে এসব রোহিঙ্গা দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিল। তাদের মালয়েশিয়ায় উন্নত জীবনের লোভ দেখিয়ে আদম ব্যাপারিরা সেখানে নিয়ে যায়। ক্যাম্পটির পাহারায় নিযুক্ত তিন থাই ব্যক্তিকে আটক করা হয়েছে।’
রয়াল থাই পুলিশের ডেপুটি কমিশনার জেনারেল চাতচাওয়াল সুকসোমজিত জানিয়েছেন, উদ্ধার হওয়া রোহিঙ্গা পুরুষদের কারাগারে এবং নারী ও শিশুদের স্থানীয় আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।
মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলমানরা উগ্র বৌদ্ধদের দাঙ্গার পাশাপাশি সরকারি নিপীড়ন ও নির্যাতনের শিকার। সেখানকার অন্তত আট লাখ রোহিঙ্গা মুসলমানকে নাগরিকত্ব দিতে অস্বীকার করেছে মিয়ানমার সরকার।