সোনালী ব্যাংকের চুরি হওয়া টাকা হস্তান্তর
কিশোরগঞ্জের সোনালী ব্যাংক থেকে চুরি হওয়া টাকা ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং গ্রেফতার হওয়া দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জের সদর থানায় ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, এ ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার জড়িত থাকার কথা জানিয়েছে ঘটনার মূল আসামি সোহেল।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামপুরের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় সোহেল ও ইদ্রিসকে। ওই বাড়িতেই চুরি করা টাকা রেখেছিল সোহেল। তাদের কাছ থেকে পাঁচটি বস্তাভর্তি ১৬ কোটি ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়। আটকের পর সোহেল ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। গত রোববার ব্যাংকের টাকা চুরির ঘটনা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই তাদের ধরে গ্রেফতার করে র্যাব।