আমেরিকায় ভয়াবহ তুষারপাত : জরুরি অবস্থা জারি
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে আমেরিকার দক্ষিণাঞ্চল। বৃষ্টিসহ ভারী তুষারপাতে আচ্ছন্ন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্য। গতকাল মঙ্গলবার থেকে ভারী তুষারপাত শুরু হয়। তাতক্ষণিকভাবে ওই অঞ্চলের স্কুল, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বরফ জমে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জনগণের সহায়তার জন্য অসংখ্য নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। রাস্তার যানজট কমাতে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মীদের মাঠে নামিয়েছেন গভর্নর।
উত্তর মেরু থেকে ভেসে আসা ভয়াবহ ঠাণ্ডা বাতাস এ বিপর্যয়ের মূল কারণ বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর। তুষারপাতের সঙ্গে বৃষ্টি ও বাতাসের কারণে তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে।
শীতকালীন ঝড় দক্ষিণের লুইজিয়ানা, ফ্লোরিডা ও ক্যারোলিনাতেও আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছর আমেরিকায় শীতের মাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে তীব্র আকারে দেখা দিয়েছে। বিগত মাসগুলোতে ঠাণ্ডায় দেশটির বিভিন্ন অঞ্চলে ৩০ জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।