শিরীন শারমিন স্পিকার, ফজলে রাব্বী ডেপুটি স্পিকার নির্বাচিত

শিরীন শারমিন চৌধুরী দশম সংসদের স্পিকার এবং ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বুধবার অধিবেশনের প্রথম দিনে শুরুতেই কার্যসূচি অনুযায়ী এই দুজনকে নির্বাচিত করা হয়। পরে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ স্পিকারকে শপথবাক্য পাঠ করান। স্পিকার পদে শিরীন শারমিনের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তা সমর্থন করেন আমির হোসেন আমু। ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন তোফায়েল আহমেদ, তা সমর্থন করেন আ সম ম ফিরোজ।
অধিবেশনে সভাপতিত্বকারী বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলী দুটি প্রস্তাবকে আলাদাভাবে ভোটে দিলে ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।
সন্ধ্যায় শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বিদায়ী স্পিকার শিরীন শারমিন এবারো ওই পদে প্রার্থী হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি অধিবেশনে সভাপতিত্ব করেননি।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত রয়েছেন। বিএনপির অনুপস্থিতিতে বিরোধীদলীয় নেতার মর্যাদায় অভিষিক্ত রওশন এরশাদ অধিবেশনে রয়েছেন। যোগ দিয়েছেন তার স্বামী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট দশম সংসদ নির্বাচন বর্জন করায় এই সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button