মিশরের বিচারের কাঠগড়ায় ২০ সাংবাদিক
মিশরে ২০ সাংবাদিককে বিচারের দাঁড় করানো হচ্ছে, বুধবার দেশটির সরকারী মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ২০জন সাংবাদিকের মধ্যে ১৬ জন মিশরের নাগরিক এবং বাকি ৪ জন বিদেশী। মিশরীয় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী দলের সঙ্গে জড়িদ থাকার অভিযোগ আনা হয়েছে। বিদেশীদের ওপর সংশ্লিষ্ট মিশরীয়দের কর্মকান্ডে সহযোগীতা করার অভিযোগ আনা হয়েছে, আরও বলা হয়েছে তারা বিদেশে সংবাদকে ভুলভাবে পরিবেশন করেছেন।
বিদেশীদের মধ্যে ২ জন বিটেনের নাগরিক, একজন ডেনমার্ক ও অবশিষ্টজন অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানা গেছে। সন্দেহ করা হচ্ছে বার্তা সংস্থা আল জাজিরার নামকরা সাংবাদিক পিটার গ্রেস্ট তাদের মধ্যে একজন।
ইতোপূর্বে বিবিসিসহ আন্তর্জাতিক বার্তা বার্তাসংস্থাগুলো আটক ৫ আল জাজিরার সাংবাদিকের মুক্তি দাবি করেছে।
১৬ জন মিশরীয় সাংবাদিকদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হলো, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা এবং লক্ষ্য পূরণে সন্ত্রাসের আশ্রয় নেয়া।
অবশিষ্ট ৪ বিদেশী সাংবাদিকদের বিরুদ্ধে আনীত অভিযোগ- আসামী মিশরীয় সাংবাদিকদের তথ্য, প্রযুক্তি ও অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করা, সেই সঙ্গে মিথ্যা খবর প্রচার করে ও গুজব রটিয়ে আন্তর্জাতিক মহলকে, মিশরে গৃহযুদ্ধ চলছে, বিশ্বাস করানোর চেষ্টা করা।
২০জন সাংবাদিকদের মধ্যে ৮ জন ইতোমধ্যে পুলিশের অধীনে আছেন। অবশিষ্ট ১২ জনকে আটকের আদেশ দেয়া হয়েছে; সংশ্লিষ্ট সরকারী মুখপাত্র জানিয়েছেন।
বিবিসির কায়রো সংবাদদাতা বেথানি বেল জানিয়েছেন, আল জাজিরার সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এ ব্যাপারে পরিষ্কার কিছু বলছে না। তবে আল জাজিরার প্রধান বার্তা সংগ্রাহক হিথার অ্যালেন তার এক বিবৃতিতে, ‘অবাঞ্চিত অভিযোগগুলো ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।