টি-২০ বিশ্বকাপও বাংলাদেশেই থাকছে
আগেই এশিয়া কাপ নিয়ে শঙ্কা দূর হয়েছিল।এসিসি জানিয়ে দিয়েছিল বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট তারা।এশিয়া কাপে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর বাকি ছিল মার্চের টি-২০ বিশ্বকাপ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া।আর বুধবার সেটিও মিলে গেছে।আইসিসি জানিয়েছে,বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট তারা।তাই অন্য কোথাও নয় বাংলাদেশেই পূর্ব-নির্ধারিত সূচিতে বসবে ২০১৪ ওয়ার্ল্ড টি-টুয়েন্টির আসর।
উল্লেখ্য,নিরাপত্তার অজুহাতে গত ডিসেম্বরে ক্যারিবিয় যুবদল বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা জড়ানো সব খবর আসতে থাকে বিশ্ব মিডিয়ায়।তাই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়।কোন দেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে আপত্তি না জানালেও একাত্তরের মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির পর পাক মিডিয়া দাবি করে বাংলাদেশে পাকিস্তান বিরোধী প্রবনতা বেড়ে গেছে।
তাই পাকরা বাংলাদেশে খেলতে আসতে অনিচ্ছুক।এমন অবস্থায় এশিয়া কাপের বিকল্প ভেন্যু নিয়ে খবর আসে ভারতের মিডিয়ায়।উঠে আসে শ্রীলংকার নাম।তবে ৪ জানুয়ারির এসিসি সভায় বিসিবির কুটনৈতিক সফলতায় সব শঙ্কা দূর হয়েছে।এশিয়া কাপের ভেন্যু হিসেবে বাংলাদেশকেই বহাল রাখা হয়।আর বুধবার টি-২০ বিশ্বকাপ নিয়েও সব শঙ্কা দূর হল।