ন্যায়বিচার পাইনি : বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর বলেছেন, আমি ন্যায়বিচার পাইনি। এই বিচারকের পরও বিচারক আছেন। তিনি আল্লাহ। আখের রাতে আমি সেই বিচারকের কাছ থেকে ন্যায়বিচার পাব। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় দেয়া ফাঁসির আদেশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, কাউকে খুশি করার জন্য এ রায় দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই বিচারক যিনি অন্যায়ভাবে রায় দিয়েছেন, তারও যেন বিচার হয়। তার সন্তানেরাও যেন এই অন্যায় বিচারের সাজা ভোগ করে।
তিনি বলেন, ‘আমাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। এটি সাজানো রায়।’
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।