বাংলাদেশ আছে-থাকবে : পাপন
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা আগে ছিল। এখনো আছে ভবিষ্যতেও থাকবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি’র বোর্ড মিটিং শেষে দেশে ফিরে বিসিবি সভাপতি বলেন, সবে মাত্র দেশে ফিরেছি। আমি ক্রিকেট বোর্ডের পরিচালকদের নিয়ে মিটিংয়ে বসবো। তারপর প্রেস কনফারেন্স করে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলবো। তার আগে শুধু এইটুকুই বলতে চাই। বাংলাদেশের টেস্ট মর্যাদা আগেই ছিল। এখনো আছে। আশা করছি ভবিষ্যতেও থাকবে।