ব্রিটেনে দুই বাংলাদেশীকে গ্রেফতার
ব্রিটেনে দুই বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। তদের একজনের বয়স ২৩ বছর, অপরজনের ২৫ বছর।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বৃটেনে বসবাসের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিবাসী কর্মকর্তারা বুধবার কাউন্ডি ডাউনের গিলফোর্ডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৩ বছর বয়সী এক বাংলাদেশী কর্মীকে গ্রেফতার করেন; যার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। একই অভিযোগে ২৫ বছর বয়সী বাংলাদেশীকে গ্রেফতার করা হয় বাঙ্গুরের একটি বাংলা রেস্টুরেন্ট থেকে। প্রতিবেদনে বলা হয়, দুটি প্রতিষ্ঠানকেই এ ধরনের কর্মী রাখার জন্য ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার নোটিস দেয়া হয়েছে এবং দুই বাংলাদেশীকে দেশে ফেরত পাঠিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
জরিমানা এড়াতে প্রতিষ্ঠান দুটিকে ওই কর্মীদের নিয়োগের আগে তাদের পাসপোর্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজপত্র যাচাই করার প্রমাণ দিতে হবে। গ্রেফতার দুই বাংলাদেশীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বন্দিশালায় রাখা হয়েছে এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইক গোল্ডেন বলেন, অভিবাসী আইন লঙ্ঘনকারী এবং অবৈধভাবে বসবাস বা কাজ করছে- এমন কাউকে পেলে আটক করে দেশে পাঠিয়ে দেয়া হবে।