কয়েকশ’ সিরীয় শরণার্থী নেবে ব্রিটেন
সবচেয়ে অসহায় দুরবস্থার শিকার বেশ কিছু সিরিয়ান উদ্বাস্তুকে সাময়িকভাবে ব্রিটেনে পুনর্বাসন করা হবে। উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেনা এ কথা জানান। তিনি বলেন, মেয়ে ও যেসব নারী নির্যাতনের শিকার বা যৌন সহিংসতার হুমকির মুখে রয়েছে, বয়োবৃদ্ধ ও পঙ্গু শরণার্থীরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সরকারের ধারণা, দেশে গ্রহণকারী শরণার্থীর সংখ্যা কয়েকশ’ হবে। তবে ঠিক কতজন—তা এখনও নির্ধারিত হয়নি। জাতিসংঘের চলমান শরণার্থী পরিকল্পনার পাশাপাশি ব্রিটেনের শরণার্থী পুনর্বাসনের কার্যক্রম হবে পৃথক।
জাতিসংঘের চলমান শরণার্থী কার্যক্রমের আওতায় জার্মান ১০ হাজার ও ফ্রান্স ৫শ’ সিরীয় শরণার্থী গ্রহণের অঙ্গীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে পরবর্তীতে কার্যক্রমের ব্যাপারে সংসদ সদস্যদের বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।