দ্রুতই হেরে গেল বাংলাদেশ

বৃহস্পতিবার বাংলাদেশ যখন চতুর্থ দিনের খেলা শুরু করেছিল, তখন আশা ছিল এ দিন তো বটেই, আগামী দিনও যেন মাটি কামড়ে থাকে টাইগাররা। কিন্তু না। অতি প্রত্যাশিত প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচ বাঁচানোর চেষ্টাই দেখা যায়নি। পঞ্চম দিন তো দূরের কথা, চতুর্থ দিনের তৃতীয় সেশনেও গড়ালো না। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলল এবং শেষ পর্যন্ত ইনিংস এবং ২৪৮ রানে হেরে গেল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ২৫০ রান।
বাংলাদেশ আজ শুরু করেছিল এক উইকেটে ৩৫ রান নিয়ে। শামসুর রহমান ৯ এবং মার্শাল আইয়ুব ১১ রানে দিন শুরু করেছিলেন। শামসুর একই রানে এবং আইয়ুব ৯ রান করে বিদায় নেন। তারপর চলে নিয়মিত ব্যবধানে ব্যাটসম্যানদের আসা যাওয়া চলতে থাকে। এক মমিনুল হকের হাফসেঞ্চুরি ছাড়া বড় কোনো ইনিংস ছিল না। এছাড়া নাসির হোসেন ২৯, সাকিব আল হাসান ২৫, সোহাগ গাজী ২৩ রান করেন। শ্রীলঙ্কার বোলারদের পেরেরা ৫ উইকেট নেন। ডবল সেঞ্চুরিকারী মাহেলা জয়াবর্ধনে হন ম্যান অব দি ম্যাচ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button