ইউক্রেনে সাধারণ ক্ষমা আইন পাস
ইউক্রেনে আন্দোলন চলার সময় গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে আইন পাস হয়েছে। বুধবার রাতে দেশটির পার্লামেন্টে এক ভোটাভুটিতে এই আইন পাস হয়।
তবে সাধারণ ক্ষমা পেতে হলে সম্প্রতি আন্দোলনের সময় দখল করা সরকারি ভবনগুলো ছেড়ে দিতে হবে বিক্ষোভকারীদের। একইসঙ্গের রাস্তার ব্যারিকেডও তুলে দিতে হবে তাদের।
বিদ্রোহীরা এসব শর্তে রাজি হলে ১৫ দিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।
এদিকে এই শর্তে নাখোশ হয়ে বিরোধী দল এই আইন পাসে ভোট দেয়া থেকে বিরত ছিল। ২৩২ জন এই আইনের পক্ষে ভোট দেয়। তবে বিরোধী দলের ১৭৩ জন ভোট দেওয়া থেকে বিরত ছিল।
২০১৩ বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করায় দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ অব্যাহত থাকা সত্ত্বেও গত মাসে ইউক্রেন থেকে ১৫ বিলিয়ন ডলার (১১ বিলিয়ন ইউরো) মূল্যের বন্ড কেনার চুক্তি করেছে রাশিয়া।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন রাজধানী কিয়েভে সরকার ও বিরোধী পক্ষের সঙ্গে এক বৈঠকে জানান, দুইপক্ষের সমঝোতায় যত দ্রুত সম্ভব সংকট মোকাবেলা করা উচিত।