মুক্তি পেলেন রিজভী
দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সর্বশেষ ৩০ নভেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তিনি। ঐ দিন রাতে কর্মসূচি শুরুর দেড় ঘন্টা আগে মই বেয়ে কার্যালয়ে অভিযান চালিয়ে রিজভীকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
তাকে গ্রেফতারের সময় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন রুমে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রিজভীর সাথে থাকা নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকেও আটক করে নিয়ে যাওয়া হয়।