তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লিরা আজ জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে টঙ্গী ও এর আশপাশের এলাকা থেকে মুসল্লিরা পায়ে হেটে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। জুমার নামাজের ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব ইমাম মওলানা যুবায়ের।
এর আগে বাদ ফজর ভারতের মাওলানা জামশেদের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হয়।
আগামী রোববার সকালে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে দু’দফার বিশ্ব ইজতেমার কার্যক্রম শেষ হবে।
শেষ পর্বের ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। এবার প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে বলে জেলা পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে। সেই সাথে থাকবে র্যাবের পৃথক নিয়ন্ত্রণব্যবস্থা।