বিশ্বজুড়ে ইয়াহু মেইলের ইউজার নেইম ও পাসওয়ার্ড চুরি
গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর মতে বিশ্বজুড়ে ইয়াহু মেইলের জনপ্রিয়তা গুগলের জিমেইলের ঠিক পরেই। গ্রহণযোগ্যতা, ব্যবহারকারীর সংখ্যা ও জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা বা দ্বিতীয় বৃহত্তম এ ইমেইল সার্ভিসটি এবার নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন। সারা বিশ্বের অসংখ্য ইয়াহু মেইল ব্যবহারকারীর ইউজার নেইম ও পাসওয়ার্ড হ্যাক বা চুরি হয়েছে বলে জানিয়েছে ইয়াহু ইনকর্পোরেশন। তবে, প্রাথমিকভাবে কতোজন ব্যবহারকারী সে তালিকায় রয়েছেন, প্রাথমিকভাবে তার সুনির্দিষ্ট কোন সংখ্যা জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি ও অনলাইন দ্য গার্ডিয়ান। অতি সম্প্রতি পাঠানো ইমেইলগুলো থেকেই সংগ্রহ করা হয়েছে ব্যবহারকারীদের নাম ও পাসওয়ার্ড। একটি ব্লগে গতকাল ইয়াহু ইনকর্পোরেশন এমন তথ্য দিয়েছে। তবে, ওই ব্লগে ইয়াহুর পক্ষ থেকে এ ব্যাপারে আর কোন মন্তব্য করা হয়নি। ইয়াহুর নিরাপত্তা লঙ্ঘনের ফলে এখন ব্যাঙ্ক ও শপিং সাইটগুলো সম্ভাব্য হ্যাকিংয়ের বড় ধরনের আশঙ্কার মধ্যে রয়েছে। ইমেইল অ্যাকাউন্টে থাকা স্পর্শকাতর বহু তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ায় ব্যবহারকারীরাও রয়েছেন বড় ধরনের ঝুঁকিতে। তবে, প্রতিষ্ঠানটি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাহায্যে এ সমস্যার সমাধানে কাজ করছে বলে জানানো হয়েছে। ইয়াহু মনে করছে, সরাসরি তাদের সিস্টেম থেকে নয়, বরং থার্ড-পার্টি ডেটাবেজ থেকে ইউজারনেইম ও পাসওয়ার্ডসমূহ হ্যাক করা হয়েছে। এদিকে ইয়াহুর পক্ষ থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অ্যাকাউন্টসমূহ রিসেটের আহ্বান জানানো হয়েছে। একটি পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে ২৭ কোটি ৩০ লাখ ইয়াহু মেইল অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে ৮ কোটি ১০ লাখ অ্যাকাউন্ট।