হেফাজত ইসলাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : আল্লামা শফি

Shofiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, বর্তমানে দেশ ও দেশের বাইরে হেফাজত ইসলাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ ষড়যন্ত্র রুখে দেয়ার ব্যাপারে হেফাজতের কর্মী-সমর্থকদের সজাগ থাকতে হবে। শুক্রবার বাদে জুমা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসায় দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা শফি বলেন, ঈমান-আকিদা ও ইসলামের ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে আরো বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ওলামাদের চলমান নাস্তিক্যবাদবিরোধী আন্দোলনে আমাদের বহুমুখী অর্জন রয়েছে। সবচেয়ে বড় অর্জন হচ্ছে, ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদি শক্তির কাছে আমাদের জোরালো অবস্থান। এই বার্তা তাদের কাছে পৌঁছাতে পেরেছি।
তিনি আরো বলেন, সনদ ছাড়া হক্কানি ওলামাদের আল্লাহ যে সম্মান দিয়েছেন, তা রাজা বাদশার চেয়েও বড় মর্যাদার। কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থায় সরকার যে শিক্ষা সনদ দেয়ার কথা বলছেন, আমরা সেই সনদ নেব না, নেব না। আলেম-ওলামাদের দাবি-দাওয়া না মেনে এমন সনদ কোনো কাজে আসবে না।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ইদ্রিস। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এবং দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সেলিম উল্লাহ।
জুনায়েদ বাবুনগরী বলেন, এ দেশের ধর্মপ্রাণ মুসলমান ১৩ দফা ঈমানী দাবিতে ঐকবদ্ধ। আগেও বলেছি ৯০ ভাগ মুসলমানের এই দেশে ঈমান আকিদা ও ইসলামের বিপক্ষে এবং ধর্মদ্রোহীদের পক্ষে এভাবে অবস্থান নিয়ে কেউ ক্ষমতায় টিকতে যেমন পারবে না, তেমনি ক্ষমতায় যেতেও পারবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button