ব্রিটেনের আট লাখ মানুষ ইংরেজি জানে না
সাম্প্রতিক এক পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে ব্রিটেনে বসবাসকারী প্রায় আট লাখ মানুষ ইংরেজি জানেনা বা অতি সামান্য জানে। ২০১১ সালে পরিচালিত আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করে এক গবেষণায় এ বিষয়টি জানা গেছে। এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
তথ্যমতে, ইংরেজি না জানাদের অর্ধেক মানুষ আবার কোনো কাজ করে না। যেসব মানুষ বিভিন্ন দেশ থেকে অভিবাসন করে ব্রিটেনে এসেছে তাদের মধ্যে ইংরেজি না জানার হার বেশি।
লেবার দলের সাবেক এমপি অ্যান ক্রিয়ার বলেন, পাকিস্তানি ও বাংলাদেশিদের মধ্যে এ সমস্যা অনেক বেশি। তার নির্বাচনী এলাকায় নারীদের এসেব দেশ থেকে বিয়ে করে নিয়ে আসা হয়। কিন্তু তাদের অঙ্গীভূত করতে অস্বীকার করা হয়।
গবেষণায় আরো দেখা যায়, ইংরেজি না জানাদের মধ্যে যারা কাজ করে, তাদের বেতন হয় সবচেয়ে কম। তবে ইংরেজি না জানলে চাকরিতে তাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়।
গবেষণায় দেখা গেছে সবমিলিয়ে ইংরেজি পারে না বা খুব সামান্য পারে এমন মানুষের সংখ্যা প্রায় আট লাখ। এ সমস্যা নারীদের মধ্যে বেশি বলে জানা গেছে। ইংল্যান্ড ও ওয়েলস রাজ্যে বসবাসকারী প্রায় ৬০ ভাগ ইংরেজি না জানা মানুষই নারী।
গবেষণায় আরো দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসকারী ৩৭ লাখ মানুষের মাতৃভাষা ইংরেজি ও ওয়েলস নয়।