সাপাহার সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
নওগাঁর সাপাহারে করমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তারা হলেন, উপজেলার করমুডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে আরিফ হোসেন (২৭) ও একই এলাকার রেজাউলের ছেলে হুমায়ন (২৫)। আজ শনিবার ভোর রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডের মেইন পিলার কাছ থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় লোকজন বিজিবি সুত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডের মেইন পিলার ২৪০/৫আর এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। এ সময় ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের সেখান থেকে ধরে নিয়ে যায়।
বাংলাদেশ বর্ডার গার্ড এর করমুডাঙ্গা ক্যাম্প ইনচার্জ হাবিলদার মোঃ জালাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত চেয়ে তালতলী বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাবে বিএসএফ আটকৃতদের তাদের নিকটবর্তী বামনগোলা থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।