ফের একই দায়িত্বে ববি হাজ্জাজ
জাতীয় পার্টির চেয়ারম্যানের হুসেইন মুহম্মদ এর বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে আবারো মুখপাত্র’র দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি তাকে নির্বাচন সমন্বয়কারী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ববি এখন থেকে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রের সাথে সকল ধরণের নির্বাচনের ব্যাপারে সমন্বয়সাধনের দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর আগে এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় অস্থায়ী মুখপাত্রের দায়িত্ব পালন করেন ববি হাজ্জাজ।