গুগল-স্যামসাং সমঝোতা
প্রযুক্তি বিশ্বে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে যখন পেটেন্ট নিয়ে তুমুল দ্বন্দ্ব চলছে ঠিক তখন গুগলের সাথে স্যামসাং সমঝোতা চুক্তি করছে। গুগল ও স্যামসাংয়ের বন্ধুত্ব আরো বাড়াতে সম্প্রতি এ প্রতিষ্ঠান দু’টি পারস্পরিক পেটেন্ট ব্যবহার-সংক্রান্ত একটি চুক্তি সই করেছে। এই পেটেন্ট চুক্তির ফলে এই প্রতিষ্ঠান দু’টি পারস্পরিক প্রযুক্তি ও ব্যবসাসংক্রান্ত বিষয়গুলোতে আগামী এক দশক ধরে পারস্পরিক সহযোগিতা করে যাবে। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন তৈরি করে এখন বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা দণি কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তবে অ্যান্ড্রয়েডকে জনপ্রিয় করার পেছনে স্যামসাংয়ের অবদান রয়েছে। পেটেন্ট বিষয়ে এই চুক্তিতে প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্যামসাং ও গুগলের কর্মকর্তারা। এই চুক্তির ফলে ভবিষ্যতে পেটেন্ট নিয়ে গুগল ও স্যামসাংয়ের মধ্যকার দ্বন্দ্বের আশঙ্কা অনেকাংশে কমে যাবে। গুগল ও স্যামসাং প্রযুক্তি শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে দেখিয়ে দিলো যে পারস্পরিক বিরোধের চেয়ে সহযোগিতা করলে লাভ বেশি হতে পারে।