বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত
২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার নিউজিল্যান্ডে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিঙের খেলায় কেনিয়াকে ৩ উইকেটে হারিয়ে স্কটল্যান্ড ও নামিবিয়াকে ৩৬ রানে হারিয়ে সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করেছে।
বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করার সুবাদে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। তবে এ দুই দেশের মধ্যে কোন দেশ কোন গ্রুপে থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলবে সেটা জানা যাবে শনিবারের বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালের পর।
২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দেশ। ১০ টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি আইসিসির চার সহযোগি সদস্যও খেলবে এই বিশ্বকাপে। এর আগে গতবছর ২০১৫ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল আইসিসির দুই সহযোগি সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান।