শিবিরের মিষ্টি খাওয়ায় ….
শিবির নেতার হাতে মিষ্টি খাওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে শোকজ করা হয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক আবৃজর গিফারি গাফ্ফারি।
শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ওই দুই নেতাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক বরাবর তাদেরকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এতে জানান হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নব গঠিত কমিটির সভাপতি আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক আতিকুল্লাহ ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান, যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী গাফফার ও আহমেদ মাহফুজ সাজনকে মিষ্টি খাওয়ান।
অভিযোগের ব্যাপারে শামীম খান বলেন, “নতুন কমিটি হওয়ায় শিবিরের সভাপতি আসাদুল্লাহ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরনের সময় আমাদের টেন্টে এসে দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করে সবাইকে মিষ্টিমুখ করায়।”
তিনি বলেন, “সৌজন্যতার খাতিরে কিছুই করার ছিলো না। ইতপূর্বেও ক্যাম্পাসে যেকোন ছাত্রসংগঠনের নতুন কমিটি হলে এক সংগঠনের নেতারা অপর সংগঠনকে মিষ্টিমুখ করিয়েছে। আমরা দেখেছি আমাদের সাবেক কমিটির নেতারাও এটা করেছেন।”
“কিন্তু এ বিষয়টিকে দলের কিছু নেতাকর্মী তাদের স্বার্থে অতিরঞ্জিত করে প্রচার করার চেষ্টা করেছে। তবে সংগঠনের স্বার্থে কেন্দ্রীয় কমিটির যেকোন সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবো।”
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক শেখ রাসেল সমকালকে বলেন, ” শনিবার ক্যাম্পাসে শিবির নেতার সাথে মিষ্টি খাওয়ার ঘটনায় ওই দুইজনকে শোকজ করা হয়েছে।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় কেন্দ্রীয় কমিটি থেকে বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এঘটনার সাথে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে পরবর্তি নতুন কমিটিতে তাদের জায়গা হবে না।”