জামায়াতকে তালাক দিলেই আলোচনা : শাজাহান খান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,  জামায়াতকে তালাক দেন। আলোচনা হবে। সন্ত্রাসীদের সাথে রেখে আলোচনা হতে পারে না।
শনিবার সিলেটের রিকাবিবাজার সংলগ্ন কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এবং সিলেট ও সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রজন্ম, স্বাধীনতার ‘স্বপক্ষ শক্তি’র সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
দশ ট্রাক অস্ত্র মামলার রায় প্রসঙ্গে  মন্ত্রী বলেন, হরতাল দিয়ে দশ ট্রাক অস্ত্র মামলার আসামিদের রক্ষা করা যাবে না। তাদের বিচার হবেই। মন্ত্রী এ সময় অভিযোগ করেন, জামায়াত ৫৫ জন ড্রাইভার, ১৪ জন পুলিশ, দুইজন বিজিবি সদস্যকে হত্যা করেছে এবং বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে।
সিলেটে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মুজাম্মেল হক, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অব. হেলাল মুর্শেদ খান, মুক্তিযোদ্ধা মেজর ওয়াকার হাসান, কবির খান, ইসমত কাদির গামা, আব্দুল মতিন, আব্দুল মালেক প্রমুখ।
‘দেশ এখন দুর্ভাগে বিভক্ত হয়ে পড়েছে’ উল্লেখ করে শাজাহান খান বলেন, একভাগ মুক্তিযুদ্ধের পক্ষে আর অন্যভাগ মুক্তিযুদ্ধের বিপক্ষে। এখন আমাদের দায়িত্ব মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে বিপক্ষের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button