সোনালী বাংকের লুট হওয়া আরো টাকা উদ্ধার
সোনালী ব্যাংকের লুট হওয়া আরো আড়াই লাখ টাকা রাজধানীর যাত্রাবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে এই টাকা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাবির ওরফে সোহেলের স্ত্রী মহিমাকে আটক করেছে।
উল্লেখ্য, আইনশৃঙখলা রাকারী বাহিনীর সদস্যরা রাজধানী থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকাসহ হাবিব ওরফে সোহেল ও তার এক সহোদর ইদ্রিসকে এর আগে আটক করে। এই টাকাগুলো তারা লুট করেছিল কিশোরগঞ্জ জেলার সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে।