যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে
২০১৩ সালের শেষ ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.২ শতাংশ হারে বেড়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য বিভাগ। অনেকে ধারণা করছেন ২০১৪ সালে প্রবৃদ্ধির হার আরো শক্তিশালী হবে। ২০০৯ সালের মাঝামাঝি থেকে মন্দা কাটিয়ে উঠতে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশটি।
বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে বলা হয়, তারা প্রতিমাসে ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বন্ড ক্রয়ের প্রকল্প থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার কমিয়ে ফেলবে। অর্থনীতিকে গতিশীল করতে যুক্তরাষ্ট্র তাদের বন্ড ক্রয়ের প্রকল্পটি সাজিয়েছিল এবং দীর্ঘ সময় ধরে সুদের হার নিম্ন পর্যায়ে রেখেছিল। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সপ্তাহে বলা হয়, ডিসেম্বর থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিন্ট পার্টনারস এর বিনিয়োগকারীদের প্রধান বিল ব্লাইন বিবিসিকে বলেন, ‘এই সংখ্যাগুলো প্রত্যাশা অনুযায়ী এবং এর মাধ্যমে সুনির্দিষ্ট ভাবে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দা কাটিয়ে উঠছে এবং শক্তিশালী হচ্ছে। অতীতে অনেক সমস্যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সংকট তৈরি করেছে এবং আমরা এখন একটি টেকসই অগ্রগতির ব্যাপারে চিন্তা করতে পারি।’ভোক্তারাই এই অগ্রগতির চালক বলে মনে করেন ব্লাইন।