রিয়াদে বাংলাদেশীসহ এক হাজার ৩৫০ জন অবৈধ শ্রমিক গ্রেফতার
সৌদি আরবের রাজধানী রিয়াদে পুলিশের অভিযানে বাংলাদেশীসহ এক হাজার ৩৫০ জন বিদেশি অবৈধ শ্রমিক গ্রেফতার হয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বা পরিচয় জানা যায়নি। আটককৃতদের মধ্যে ২৭ জন তালিকাভুক্ত সন্দেহভাজন বলে জানিয়েছেন রিয়াদের গভর্ণর প্রিন্স খালিদ বিন বন্দর ও রাজধানীর ডেপুটি গভর্ণর প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ।
সৌদি আরবের ইংরেজি দৈনিক আরব নিউজে অনলাইন ভার্সনে বলা হয়, অবৈধ অভিবাসীদের আটক করতে মঙ্গলবার এ অভিযান শুরু হয়। বুধবার ভোরে অভিযান শেষ হবে। শহরের রেইল স্ট্রিটে এ অভিযান চালানো হয়। সৌদি আরবে বেশ কিছুদিন ধরেই এমন অভিযান চলছে। এর আগে শহরের থুলাইমি ও আমাল জেলায় অভিযানে ৭৫০ জন গ্রেফতার হয়। এবারের আটককৃতদের মধ্যে ইয়েমেন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাগরিক রয়েছে।