ইজতেমার দ্বিতীয় পর্বে ১৩১ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে
ইজতেমার দ্বিতীয় পর্বে ১৩১ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চের পাশে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়ে পড়ান ভারতের মাওলানা জোবায়রুল হাসান। এর আগে ইজতেমার প্রথম পর্বে ১০৭ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। এ নিয়ে এ বছর ইজতেমায় মোট ২৩৮ জোড়া বর-কনের যৌতুকবিহনী বিয়ে অনুষ্ঠিত হলো।
তাবলীগ জামাতের মুরব্বি ও ইজতেমা আয়োজক কমিটির সদস্য মাওলানা আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ব ইজতেমায় প্রতিবছর যৌতুকবিহীন এ বিয়ের আয়োজন করা হয়।