মুম্বাইয়ে চালু হলো মোনোরেল
ভারতের মুম্বাইয়ে শনিবার দেশটির প্রথম মোনোলের উদ্বোধন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। রবিবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই পরিষেবা। ওয়াডালা থেকে চেম্বুর পর্যন্ত চলবে এই মোনোরেল।
সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। প্রাথমিকভাবে ৮ কিলোমিটারের সামান্য বেশি রাস্তা চললেও পরবর্তীতে ২০ কিলোমিটার পথে চলবে এই আধুনিকতম যান।
আপাতত সকাল ৭টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মিলবে মোনোরেল পরিষেবা। ট্রেন পাওয়া যাবে পনেরো মিনিট অন্তর। মোনোরেলে সবচেয়ে কম দামের টিকিট ৫ টাকা এবং সর্বোচ্চ ১১ টাকা।