শারজায় জুতা নিয়ে মারামারি, দুই বাংলাদেশীর মৃত্যু

এক জোড়া জুতা নিয়ে মারামারি জের ধরে সংযুক্ত আরব আমিরাতের শারজায় ছুরিকাঘাতে দুই বাংলাদেশীর মৃত্যু এবং অন্য তিনজন আহত হয়েছে। ছুরিকাঘাতও করেছেন বাংলাদেশীরা। শারজার এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে একথা বলেন।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে শারজা শিল্প এলাকার একটি শ্রমিকশিবিরে। এক শ্রমিকের পায়ে থাকা নিরাপত্তামূলক এক জোড়া জুতার মালিকানা নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
একপর্যায়ে তাদের একজন রান্নাঘরে ব্যবহৃত একটি ছুরি দিয়ে অন্যজনের বুকে বসিয়ে দেন। এ সময় উপস্থিত শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তারা লোহার রড, লাঠিসহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করে। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি হয়।
আহত তিনজনকে আল কাশমিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমিরাটস ২৪ নিউজ জানিয়েছে, ওই ক্যাম্পে প্রায় ৫০০ এশিয়ান শ্রমিক বাস করে। এদের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকই বেশি। তারা দুটি গ্রুপে বিভক্ত বলে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতে শিল্প এলাকার শ্রমশিবিরগুলোতে ছুটির দিনগুলোতে প্রায়ই মারামারি হয়। তবে এমন ভয়াবহ ঘটনা এবার প্রথম ঘটল। -গালফ নিউজ ও এমিরাটস ২৪ নিউজ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button