অর্ধবার্ষিকে ইউনাইটেড এয়ারের আয় কমেছে
পুঁজিবাজারে তালিাকভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডর অর্ধবার্ষিকের অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী মুনাফা এবং আয় কমেছে। কোম্পানিটির প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৩ (জুলাই-ডিসেম্বর’১৩) আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অর্ধবার্ষিকের কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২৭ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিলো ৭০ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা এবং ১.২৩ টাকা। অর্থাৎ আগের বছর থেকে এ বছর অর্ধবার্ষিকের কোম্পানিটির মুনাফা ৪২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৭৪ টাকা কমেছে।
এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিলো ৩৪ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস হয়েছিলো ০.৬০ টাকা। তিন মাসেও কোম্পানিটির মুনাফা এবং ইপিএস কমেছে।