রাজধানীতে মিছিলে পুলিশের গুলি, জামায়াতের আমির নিহত
রাজধানীর পল্লবীতে জামায়াতে ইসলামের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় ধাওয়া খেয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় জামায়াতের এক আমির নিহত হয়েছেন। তার নাম বেলাল হোসেন (৪৫)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বেলাল শরিয়তপুর জেলার মহেশপুরের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি কল্যানপুরের একটি মসজিদের পেশ ইমাম ছিলেন।
সকালে পল্লবীর কলসী রোডের সাংবাদিক কলোনীর সামনে জামায়াতের ৫০ জনের একটি দল মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের উপর গুলি চালায়। এ সময় বেলাল হোসেন দৌড়াতে গিয়ে পিকআপের সাথে ধাক্কা লাগে। এতে তার মাথা ও মুখ থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পল্লবী থানার ওসি জিয়াউদ্দিন বলেন, হাসপাতালে মৃত্যুর পর চাচাত ভাই আক্তার হোসেন এসে বেলালকে সনাক্ত করেন।