সিরিয়ায় নিহত এক লাখ ৩৬ হাজার
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনবিরোধী সশস্ত্র সংগ্রামে নিহতের সংখ্যা এক লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। গত জানুয়ারি মাস ছিল দেশটির তিন বছরের যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী মাস। এ মাসেই নিহত হন প্রায় ৬০০০ মানুষ। একটি এনজিও গত শনিবার কথা জানায়। মালয়েশিয়া টাইমস।
জেনেভায় ১০ দিনব্যাপী আলোচনায় কোনো সাফল্য অর্জিত না হওয়ায় এ আলোচনা থেকে শান্তিপূর্ণপন্থায় সঙ্কট নিরসনের আশা ক্ষীণ হয়ে পড়েছে। সিরিয়া সরকার বলেছে, তারা আবার আলোচনার টেবিলে ফিরে যাবে কি না তা নিশ্চিত নয়।
সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত জানুয়ারি মাসের শেষে সিরিয়ায় নিহতের সংখ্যা এক লাখ ৩৬০০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৪৭৯৯৮ জন অসামরিক লোক ও ৭৩০০ জন শিশু। জেনেভায় আলোচনা চলার সময়ও সংঘর্ষে ১৯০০ মানুষ নিহত হয়।
২০১১ সালে স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ নৃশংস পন্থায় দমন শুরু করলে তা ভয়াবহ সশস্ত্র সঙ্ঘাতে রূপ নেয়। লাখ লাখ সিরীয় দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোয় পালিয়ে যায়। আরো লাখ লাখ মানুষ অভ্যন্তরীণ উদ্বাস্তুতে পরিণত হয়েছে।
এ দিকে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে শনিবার সরকারি বাহিনীর ব্যাপক বিধ্বংসী ব্যারেল বোমা হামলায় অন্তত ৪৬ বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে কেবল একটি এলাকায়ই নিহত হয় ৩৩ জন।