সিলেট বিভাগে ৮ উপজেলায়ই ১৯ দলের একক প্রার্থী চূড়ান্ত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণে সিলেট অঞ্চলের চার জেলার ১৯ দলের প্রার্থী চ’ড়ান্ত হয়েছে। ১২টি উপজেলার মধ্যে ৮টি উপজেলাতেই ১৯ দল একক প্রার্থী চূড়ান্ত করেছে। দুই উপজেলায় আজ প্রার্থী চূড়ান্ত হবে এবং দুই উপজেলায় একক প্রার্থী দিচ্ছে না ১৯ দলীয় জোট। ইতিমধ্যে চূড়ান্ত সমর্থন পাওয়া প্রার্থীদের নামও সংশ্লিষ্ট জেলা কমিটিকে জানিয়ে দেয়া হয়েছে। ১৯ দলীয় জোটের একাধিক দ্বায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, সিলেটের গোয়াইনঘাটে বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জৈন্তাপুরে বর্তমান চেয়ারম্যান ও জামায়াত নেতা জয়নাল আবেদীন, জকিগঞ্জে ইকবাল আহমদ, বিশ্বনাথে সুহেল আহমদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জে ফারুক আহমদ, কুলাউড়ায় শওকতুল ইসলাম, বাহুবলে আকদ্দুছ মিয়া বাবুল ও মাধবপুরে সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
আর সুনামগঞ্জের ছাতকে মো. নিজাম উদ্দিন ও দোয়ারাবাজারে হারুনুর রশীদকে বিএনপি’র একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১৯ দলের শরীক দলের যে কোন প্রার্থী এই দুটি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এজন্য ছাতকে জামায়াতের রেজাউল করিম ও দোয়ারায় বর্তমান চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর গোলাপগঞ্জ ও কোম্পানীগঞ্জে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই প্রার্থী চূড়ান্ত করবে ১৯ দল।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পরই বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে প্রধান করে সিলেট অঞ্চলে প্রার্থী বাছাইয়ের জন্য একটি কমিটি করে ১৯ দলীয় জোট। এ কমিটিতে আরও রয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান এবং সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button