এবার যোগাযোগমন্ত্রীকে আরিফের শুভেচ্ছা
এবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে শুভেচ্ছা জানালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কাজিরবাজার সেতু পরিদর্শনে গেলে সেখানে তাকে শুভেচ্ছা জানান মেয়র আরিফ।
এসময় সেতুর কাজ দ্রুত চালিয়ে যাওয়ায় আরিফ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। অসম্পূর্ণ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতেও মন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
যোগাযোগমন্ত্রীও আরিফকে সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার ব্যাপারে আশ্বস্থ করেন বলে জানা গেছে।
রাজনীতির মাঠে দুই মেরুর বাসিন্দা এ দুই নেতার এমন সম্পর্ক দেখে উপস্থিত লোকজন সাধুবাদ জানান।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শন ও সিলেটের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার ঘোষণা দিয়ে নগরবাসীর প্রশংসা কুড়ান আরিফ।