ব্রিটেনে কৃষ্ণাঙ্গ চালকেরাই পুলিশের ‘বড় শিকার’
ব্রিটেনে শ্বেতাঙ্গ চালকদের চেয়ে কৃষ্ণাঙ্গ চালকেরাই পুলিশের বড় শিকারে পরিণত হয়েছে। দেশটিতে দিন দিন এ অবস্থা খারাপের দিকে যাচ্ছে। নতুন এক জরিপে এ তথ্য জানা গেছে।
স্টপওয়াচ নামে একটি সংগঠন এ জরিপ পরিচালনা করেছে। জরিপ রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালে ব্রিটিশ পুলিশ শ্বেতাঙ্গদের চেয়ে অনেক বেশি মাত্রায় কৃষ্ণাঙ্গদের গাড়ি থামিয়ে তল্লাশি করেছে। স্টপওয়াচ বলছে, পুলিশের এ কাজ সামাজিক অথবা অন্য কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাবে না।
জরিপ পরিচালনাকারী এ সংগঠনটি বলেছে, ২০১০-১১ সালে ব্রিটিশ পুলিশ অন্তত ৫৫ লাখ গাড়ি তল্লাশির জন্য আটক করেছে; এর মধ্যে অন্তত ৫০ লাখ গাড়িতে কোনো তল্লাশি করা হয়নি এবং তা নিয়ে কোনো সরকারি রেকর্ডও রাখা হয়নি। জরিপে আরো বলা হয়েছে, ব্রিটেন এবং ওয়েলসের শতকরা প্রায় ১০ ভাগ প্রাপ্ত বয়স্ক মানুষের গাড়ি চলতি পথে থামানো হয়।
এর আগে লন্ডন স্কুল অব ইকনোমিক্সের এক জরিপে বলা হয়েছিল- ব্রিটেনে বসবসারত বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও এশিয়ানরা পুলিশের কাছে মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছে। ২০০৯ সালে যেখানে ওয়েলসের অধিবাসীরা প্রতি ১,০০০ জনের মধ্যে ১০ জন পুলিশের গাড়ি তল্লাশির শিকার হয়েছে সেখানে শ্বেতাঙ্গরা শিকার হয়েছে প্রতি হাজারে সাতজন। এক্ষেত্রে এশিয়ানরা তল্লাশির শিকার হয়েছে প্রতি হাজারে ১৮ জন আর কৃষ্ণাঙ্গরা শিকার হয়েছে ৪৫ জন।