টি-টোয়েন্টি টিকেট বিক্রি ৫ ফেব্রুয়ারি
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ দফার টিকেট চার দিন পিছিয়েছে। ১ ফেব্রুয়ারির টিকেট বিক্রির কথা থাকলেও তা পিছিয়ে ৫ ফেব্রুয়ারি করা হয়েছে। এবার শুধু অনলাইনেই টিকেট কেনা যাবে। টিকেট পাওয়া যাবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে। যার ঠিকানা www.icc-cricket.com/world-t20
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৬ এপ্রিল। টুর্নামেন্টের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
পুরুষ ও মহিলা বিভাগে চারটি সেমি-ফাইনাল ও দুটি ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সেমি-ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা, আর সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা।
সেমি-ফাইনালের টিকেটের সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ মূল্য তিন হাজার টাকা। ফাইনালের ক্ষেত্রে তা ২০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত।