৯৮ উপজেলা নির্বাচনে ১ হাজার ২৭৪ প্রার্থী চূড়ান্ত
চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৯৮ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ১ হাজার ২৭৪ প্রার্থী চূড়ান্ত হয়েছেন। তারা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৪০৫ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য থেকে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করে।
চূড়ান্ত প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৩২ জন। ভাইস চেয়ারম্যান পদে ৫১৩ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন ভাইস চেয়ারম্যান। তারা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া ও শরীয়তপুরের জাজিরা উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী।
৯৮ উপজেলায় ৪০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৩৪ জন। ভাইস চেয়ারম্যান পদে ১২৬ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি এসব উপজেলায় ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ৯৮ উপজেলায় প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা।