ভারতীয় চ্যানেল অপসংস্কৃতি ছড়াচ্ছে : মোজাম্মেল বাবু
একাত্তর টেলিভিশনের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু অভিযোগ করে বলেছেন, ভারতীয় চ্যানেলগুলো সংস্কৃতির নামে বাংলাদেশে অপসংস্কৃতি ছড়াচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-এর নেতারা সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
মোজাম্মেল বাবু বলেন, ভারতীয় চ্যানেল আমাদের পরিবার ব্যবস্থাকে মানসিকভাবে ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে এই অপসংস্কৃতি বন্ধেরও দাবি জানান তিনি।
মোজাম্মেল বাবু আরো বলেন, আমাদের দেশে এখন প্রায় ৪০টি চ্যানেল রয়েছে। এগুলো বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি মানুষের সামনে তুলে ধরছে। কিন্তু ভারতীয় চ্যানেলগুলো আমাদের সংস্কৃতি নষ্ট করছে। সংস্কৃতির নামে এগুলো অপসংস্কৃতি ছড়াচ্ছে। এতে আমাদের সংস্কৃতির ক্ষতি হচ্ছে।