ভারতের স্বর্ণমন্দির অভিযানে ব্রিটিশ ভূমিকা সামান্যই
ভারতের স্বর্ণমন্দিরে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযানে ব্রিটেনের সামান্য ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উলিয়াম হেগ। ব্রিটিশ পার্লামেন্টে তিনি মঙ্গলবার এ তথ্য দিয়েছেন।
অপারেশন ব্লু স্টার নামে পরিচিতি ওই সেনা অভিযানের বিষয়ে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর একজন কর্মকর্তা ভারতীয় সামরিক বাহিনীকে সীমিত মাত্রায় আকস্মিকভাবে হেলিকপ্টার দিয়ে হামলা চালানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ভারতীয় সেনাবাহিনী ব্রিটিশ বিমাবাহিনীর ওই কর্মকর্তার পরামর্শ না শুনে পদাতিক বাহিনীর অভিযান চালায়। হেগ দাবি করেন, এ থেকে প্রমাণিত হয় স্বর্ণ মন্দিরে শিখ বিরোধী অভিযানে ব্রিটেনের ভূমিকা ছিল সামান্য।
১৯৮৪ সালের জুন মাসে পরিচালিত এ অভিযানে অন্তত ৫০০ শিখ নিহত হয়। এর দু’মাস পর ভারতের ততকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধি তার দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন। এরপর রাজধানী দিল্লিতে শিখ-বিরোধী দাঙ্গা শুরু হয় এবং তাতে হাজার হাজার মানুষ নিহত হয়।