দাম চড়ছে মুশারফের লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাটের

Pervez Musharrafপারভেজ মুশারফের রাজনৈতিক ভবিষ্যত্ হয়ত অন্ধকারাচ্ছন্ন। কিন্তু তাঁর লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাটটির দাম প্রায় আকাশ ছুঁতে চলেছে। একটি পাক সংবাদপত্রের রিপোর্টে প্রকাশ, প্রাক্তন পাক সামরিক প্রেসিডেন্টের ওই ফ্ল্যাটের দাম উঠেছে ৩০ লক্ষ পাউন্ড। আইনি ঝামেলায় ভবিষ্যত্ ডামাডোলে পড়তে পারে, এহেন আশঙ্কায় কি ওই ফ্ল্যাট বেচে দিচ্ছেন এককালের দোর্দণ্ডপ্রতাপ সেনাপ্রধান? প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে ব্রিটেনে স্বেচ্ছানির্বাসনে থাকাকালে ২০০৯ সালে ১৩ লক্ষ পাউন্ডের বিনিময়ে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি।  ফ্ল্যাটের ওপর কোনও মর্টগেজ নেই তাঁর। ফ্ল্যাটটির দাম আরও চড়িয়ে দিতে সম্প্রতি আড়াই লক্ষ পাউন্ড খরচ করে সেটি ভেঙেচুরে নতুন করে সাজানো হয়েছে। ভিতরের খোলনলচে বদলে ফেলা হয়েছে। দৈনিক দি নিউজ-এর খবর, যে এস্টেট এজেন্ট ওই ফ্ল্যাটের মার্কেটিং করছেন, তিনি সেটির বেস মূল্য বেঁধেছেন ২৯ লক্ষ ৫০ হাজার পাউন্ডে অর্থাত্ ফ্ল্যাটটি বেচে মু্শারফ ১৫ লক্ষ পাউন্ড মুনাফা পকেটে পুরতে পারেন!
কিন্তু কী আছে ওই ফ্ল্যাটে? জানা যাচ্ছে, এডওয়ার রোড ও মার্বল আর্কের কাছে হাইড পার্ক ক্রেসেন্টের ক্যাসলএকরে চার বেডরুমের ফ্ল্যাটটি নতলায়। সেখানে আছে ডাবল রুম রিসেপশন আর দুটি বাথ। ফ্ল্যাট থেকে দেখা যায় হাইড পার্ক। ফ্ল্যাট কিনতে হলে ধনী, বিখ্যাত লোকজনের পছন্দ ওই অঞ্চলটাই। শুধু মুশারফই নন, বতর্মান পাক সরকারের নেতা-মন্ত্রীদের, আগের বিভিন্ন সরকারের সদস্যরাও লন্ডনের ওই এলাকায় বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন। মুশারফের সবচেয়ে কাছের প্রতিবেশী খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
পাক সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিককালে চাহিদা কিছুটা কম থাকলেও আবার লন্ডনে সম্পত্তি, বাড়ি-ফ্ল্যাটের দাম ঊধ্বর্মুখী। সুতরাং মুশারফের ফ্ল্যাটের চড়া দামে বিকোনোর সম্ভাবনা প্রবল। পাকিস্তান ছেড়ে বিদেশে যাওয়ার অনুমতি পেলে লন্ডনে নয়, মুশারফের দুবাইয়ে বেশি সময় কাটানোর সম্ভাবনাই বেশি বলে পাক সংবাদপত্রটির খবর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button