বৃটেনে অবৈধ ৪ বাংলাদেশী আটক
বৃটেনে চমব্রান রেস্তরাঁ ঘেরাও করে ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ) আটক করেছে চার বাংলাদেশীকে। ইউকেবিএ -এর এক মুখপাত্র বলেছেন- গ্লিনডর রোডে টিফিনস ইন্ডিয়ান বুফে রেস্তরাঁয় ঘেরাও দেয়া হয় অবৈধ শ্রমিকদের ধরার জন্য। রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় ওই ঘেরাও দিয়ে আটক করা হয় ৩ জনকে। অন্য একজনকে আটক করা হয় চমব্রান এলাকায় একটি আবাসিক এলাকা থেকে। আটক ব্যক্তিদের বয়স ২২-৪৩ বছরের মধ্যে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এর মধ্যে দু’জনকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বৃটেনে অবস্থান করার দায়ে আটক করা হয়। একজনকে আটক করা হয় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের দায়ে। চতুর্থজনের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। তারপরও তিনি বৃটেনে অবস্থান করছিলেন। আটক ব্যক্তিদের রাখা হয়েছে নিউপোর্ট পুলিশ স্টেশনে। তাদেরকে বৃটেন থেকে বের করে দেয়া হবে। ওদিকে যে টিফিন রেস্তরাঁ থেকে ৩ শ্রমিককে আটক করা হয়েছে তাদেরকে প্রতিজন শ্রমিকের প্রেক্ষিতে ১০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে।