জানুয়ারি মাসে রেমিট্যান্স রেকর্ড
চলতি জানুয়ারি মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স রেকর্ড সৃষ্টি হয়েছে। জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ডলার। বিগত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী রেমিট্যান্স। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।
গত নভেম্বর মাসের (১,০৬১.৪৫ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ডিসেম্বর মাসে ১৪.০১ শতাংশ এবং ডিসেম্বর মাসের (১,২১০.২১ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় জানুয়ারি মাসে ৩.২৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এর ফলে ২০১৩-১৪ অর্থ বছরের প্রথম সাত মাসে প্রবাসীদের রেমিট্যান্সের আন্তঃপ্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ৮,০২২.৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
জনশক্তি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হলে আগামীতে রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।