নিউইয়র্কে যুবলীগের সভায় সেই ‘চঞ্চল’
গত বছরের ৩০শে জুলাই ভোররাতে রাজধানী ঢাকায় মহানগর (দক্ষিণ) এর যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কিকে ফিল্মি স্টাইলে হত্যার সঙ্গে জড়িত হিসেবে ৭ নম্বর আসামী এবং বর্তমানে ফেরার ঘোষিত ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) এর বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চলকে ২রা ফেব্রুয়ারি নিউইয়র্কে যুবলীগের এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করতে দেখা গেছে। এ সময় তাকে আয়োজকরা পরিচয় করিয়ে দেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর বিশ্বস্ত যুবনেতা সাখাওয়াত হোসেন চঞ্চল।’
এ অনুষ্ঠানে যুবলীগের মূলধারার কাউকে দেখা যায়নি। এমনকি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও চোখে পড়েনি। অধিকন্তু যুবলীগ নেতা মিল্কিকে খুনের সঙ্গে জড়িত হিসেবে গত আগস্টের প্রথমার্ধে যাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে, সেই চঞ্চলকে কেন্দ্রীয় চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় করিয়ে দেয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। জানা গেছে, আগস্টের শেষার্ধে নিউইয়র্কে এসেই এই চঞ্চল যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থণা করেছেন। মিল্কি হত্যাকান্ডে সন্দেহভাজনদের মধ্যে পলাতকরা যাতে বাংলাদেশের বাইরে যেতে না পারে সে ধরনের পদক্ষেপ গ্রহণের সংবাদ মিডিয়ায় এসেছিল। এতদসত্বেও চঞ্চল কীভাবে ঢাকা থেকে সরাসরি নিউইয়র্কে এসেছে-এ প্রশ্ন সুধীজনের। মীর হুসেন মিরুর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সাহেদুল ইসলাম শাহেদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন তারিকুল হায়দার চৌধুরী, বাহার খন্দকার সবুজ, জহিরুল ইসলাম।